বেবী নাজনীন হাসপাতালে ভ‌র্তি

মিতু গাইন,স্টাফ রিপোর্টার//
অসুস্থ্য বেবী নাজনীন হাসপাতালে ভ‌র্তি জ্বর নি‌য়ে রাজধানীর ইউনাই‌টেড হাসপাতা‌লে ভ‌র্তি হয়েছেন সংগীত শিল্পী ও বিএনপির কেন্দ্রীয় নেত্রী বেবী নাজনীন। মঙ্গলবার রাত ৮টার দি‌কে তা‌কে হাসপাতা‌লে নেওয়া হয় ব‌লে জানান শিল্পীর ছোট ভাই এনাম সরকার।
‌তি‌নি ব‌লেন, ক‌য়েক ‌দিন ধরেই আপার জ্বর ছিল। রা‌তে হঠাৎ জ্বর ১০৪ ডিগ্রিতে ওঠে। তাৎক্ষ‌ণিক হাসপাতা‌লের জরুরি বিভা‌গে নিলে ভ‌র্তি করা‌ হয় তা‌কে।
প্রাথ‌মিক পরীক্ষা-‌নিরীক্ষা পর চিকিৎসক তাকে ২৪ ঘণ্টার পর্য‌বেক্ষ‌ণে রেখেছেন ব‌লে জানান এনাম। বেবী নাজনীনের সুস্থতার জন্য প‌রিবা‌রের পক্ষ থে‌কে সবার কাছে দোয়া চাওয়া হ‌য়ে‌ছে।