পিরোজপুর জেলা নাগরিক উন্নয়ন সংগ্রাম পরিষদের প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ

0
(0)

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে জেলার উন্নয়নের দাবীতে ১০ দফা স্মারকলিপি দিয়েছে পিরোজপুর জেলা নাগরিক উন্নয়ন সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার দুপুরে জেলা নাগরিক উন্নয়ন সংগ্রাম পরিষদের আহবায়ক জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দিকীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে পিরোজপুর জেলা শহরে জাতীয় গ্রীড লাইনের সাবষ্টেশন নির্মান,বলেশ্বর নদীতীরে শহর রক্ষা বাধ নির্মান করে নদী ভাংগনরোধ, অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা, উপজেলার সাথে জেলা সদরের সড়ক যোগাযোগ ব্যবস্থা, জেলায় একটি বিশেষায়িত মহাবিদ্যালয় নির্মান সহ ১০ দফা দাবী তুলে ধরা হয়। এছাড়াও স্মারকলিপিতে অবহেলিত পিরোজপুরের উন্নতিকল্পে নির্মানাধীন পদ্মাসেতুতে প্রস্তাবিত ঢাকা থেকে টুঙ্গিপাড়া হয়ে মংলা বন্দর পর্যন্ত রেললাইনটি পিরোজপুর হয়ে মংলা বন্দরে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর বরাবরে আবেদন জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা নাগরিক উন্নয়ন সংগ্রাম পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট এম এ মান্নান, জেলা নাগরিক উন্নয়ন সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক গৌতম চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি খান মো. আলাউদ্দিন, যুগ্ম আহবায়ক গোলাম মাওলা নকিব, যুগ্ম আহবায়ক মো. খালিদ আবু, সদস্য সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, সদস্য এ কে আজাদ, সদস্য পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন সহ পিরোজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.