বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

0
(0)

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
“স্বয়ং সম্পূর্ন মাছের দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে উদ্বোধন হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ফেস্টুন সহযোগে র‌্যালী ও আলোচনা সভার এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচী পালিত হয়। উদ্বোধন করেণ পিরোজপুর জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দিীকী। এসময় একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকী এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন জানান, ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত পরিচালিত হবে, বিভিন্ন হাটবাজার, জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ভিডিও ও প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ এর মুল্যায়ন হবে। তিনি জানান, পিরোজপুর জেলায় মোট মাছের উৎপাদন ২৬ হাজার ৩শত ৭৯ মে:টন এবং চাহিদার চেয়ে ২ হাজার মে:টন বেশি।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.