কমলগঞ্জে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি//
মৌলভীবাজারের কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে ঘুমন্ত অবস্থায়  বিষধর সাপের কামড়ে শীরাম গৌড় (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। বুধবার দিবাগত রাত তিনটায় মিরতিংগা চা বাগানের গৌড় টিলা শ্রমিক বস্তিতে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, বাগানের দক্ষিণ ফাঁড়ি বাগানের গৌড় টিলা শ্রমিক বস্তির শ্রীরাম গৌড় নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত তিনটায় একটি বিষধর সাপ ঘরে প্রবেশ করে তাকে কামড় দেয়। সাপের কামড়ে তার ঘুম ভেঙ্গে গেলে কিছুক্ষণের মধ্যে তার দেহ লীলাভ হয়ে পরে তিনি মারা যান। চা শ্রমিকদের ধারনা, কিং কোবরা জাতীয় সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।

রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগান ওয়ার্ড সদস্য ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলই ভ্যালির (অঞ্চলের) সভাপতি ধনা বাউরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ধনা বাউরী মনে করেন প্রচন্ড গরমের কারণে সাপটি চা বাগানের ঝোপ ঝাড় থেকে বের হয়ে লোকালয়ে প্রবেশ করেছে।