পিরোজপুরে ক্যান্সার কিডনী ও লিভার সিরোসিসে আক্রান্ত ২১ রোগীর মধ্যে চেক বিতরন

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরে ক্যান্সার কিডনী ও লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ২১ জন রোগীর মধ্যে সরকারি অর্থের সাড়ে দশ লাখ টাকার চেক বিতরন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসকের হল রুমে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দিকী। পরে জেলা প্রশাসক ১৮ জন ক্যান্সার এবং অন্যান্য রোগে আক্রান্ত তিন জনের প্রতিজনের হাতে ওই পরিমান অর্থের চেক হস্তান্তর করেন। এসময় সমাজসেবা বিভাগের সহকারি পরিচালক শহীদুল ইসলামসহ সাংবাদিক, আইনজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।