এমবাপ্পে বিশ্বকাপের অর্জিত অর্থ দান করে দিচ্ছেন

রাজু ফকির,স্টাফ রিপোর্টার//
বিশ্বকাপের ফাইনালে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করে ব্রাজিল কিংবদন্তি পেলের পাশে নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এখনও ২০ বছরও হয়নি। ফুটবল বিশ্বের বহু মহারথীই তো ক্লাবে নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। কিন্তু তাদের কয়জনেই সৌভাগ্য হয়েছে বিশ্বকাপ ছুঁয়ে দেখতে। সামনে তো অনেক পথ পড়েই আছে। কে জানে এই এমবাপ্পেই হয়তো একদিন পেলেকে ছাপিয়ে যেতেও পারে।
বিশ্বকাপ জেতার পাশাপাশি সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারটি ফ্রেঞ্জ তরুণ এমবাপ্পে। তার আগে আপাতত দানবীরের ভূমিকায় অবতীর্ণ হলেন এমবাপ্পে। ২০১৮ ফিফা বিশ্বকাপ থেকে আয়ের পুরোটাই একটি দাতব্য সংস্থায় দান করে দিয়েছেন ফ্রান্সের জাতীয় দলের এই ফরোয়ার্ড। রাশিয়া বিশ্বকাপ থেকে সব মিলিয়ে প্রায় ৩ লাখ ৮৪ হাজার ডলার পেতে যাচ্ছেন এমবাপ্পে।
কিন্তু তিনি নিজের জন্য নিচ্ছেন না একটি ডলারও। পারিশ্রমিক বাবদ পাওয়া অর্থের পুরোটাই দিয়ে দিচ্ছেন প্রিমিয়ারস দে কর্দে নামের একটি দাতব্য সংস্থায়। খেলা বিষয়ক দাতব্য এই সংস্থাটি প্রতিবন্ধী ও অসুস্থ শিশুদের বিনামূল্যে খেলার প্রশিক্ষণ দিয়ে থাকে।