স্বরূপকাঠিতে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের জরিমানা আদায়

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠি মিয়ারহাট ও ইন্দেরহাট বন্দরের ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিযে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পিরোজপুরের সহকারি পরিচালক মো. শাহ সোইয়াব মিয়া ওই অভিযান পরিচালনা করেন। জানাগেছে, আজ মংগলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পিরোজপুরের সহকারি পরিচালক উপজেলার মিয়ারহাট ও ইন্দুরহাট বন্দরের অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর দায়ে রানা বেকারীকে ১৫ হাজার টাকা, পন্যের মোড়কে মুল্য না থাকার অভিযোগে ২টি মুদি দোকান থেকে ৬ হাজার ৫০০ টাকা ও বাটখারায় ওজন কম থাকায় মাছ ব্যবসায়ী শুধাংসুকে ১ হাজার টাকা সহ সর্বমোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। অভিযানকালে সেনিটারী ইন্সেপক্টর শেখ মো. জাকির হোসেন ও এএসআই মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।