আগৈলঝাড়ায় যুবতীসহ দুজনের আত্মহত্যা

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় যুবতীর ঝুলন্ত লাশ ও বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। থানাসূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের জন্মজয়েরপাড় গ্রামের খ্রীষ্ট ধর্মাবলম্বী পিতর বাড়ৈই মেয়ে ফুর্তি বাড়ৈ (২০) এর নিজের ঘর থেকে ঝুলন্ত লাশ রোববার বিকেলে উদ্ধার করেন ওসি আব্দুর রাজ্জাক মোল্লাসহ সঙ্গীয় এসআই মোশারফ হোসেন। ওসি আব্দুর রাজ্জাক মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিজের ঘরের আড়ার সাথে নিজের ব্যবহৃত ওড়না দিয়ে ফাঁস দেয়া ফুর্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তবে কি কারণে ফুর্তি গলায় ফাঁস দিয়েছে তার সঠিক কোন কারণ জানতে পারেনি পুলিশ। ফুর্তির বাবা মা কেউ বেঁচে নেই। বড় বোন শ্বশুর বাড়ি, ছোট ভাই হোমে পড়াশুনা করছে। ফুর্তি নিজে ঢাকায় ঝি’য়ের কাজ করে এক মাস আগে বাড়ি ফেরে। এঘটনায় থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে, নং-১০(১৫/০৭/১৮)। অন্যদিকে উপজেলার উত্তর বড় মগড়া গ্রামের মৃত. নিশিকান্ত শিকারীর ছেলে নির্মল শিকারী (৫২)এর লাশ সোমবার সকালে বাড়ির পাশের বাগান থেকে উদ্ধার করেন এসআই দেলোয়ার হোসেন। এসআই দেলোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারনে রবিবার রাতের কোন এক সময় বিষ পান করে আত্মহত্যা করেন নির্মল। বাড়িতে তার স্ত্রী থাকলেও ছেলে মেয়েরা ঢাকায় থাকে। নির্মলের লাশ উদ্ধার করে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন, নং-১১(১৬/০৭/১৮)। উদ্ধারকৃত দুটি লাশ পোষ্ট মর্টেমের জন্য সোমবার বরিশাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।