বীর মুক্তিযোদ্ধ আজাহার আলীর রাষ্টীয় দাফন

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসের অবসর প্রাপ্ত কর্মচারী বীর মুক্তিযোদ্ধ আজাহার আলী (৫৯) শনিবার সড়ক দুর্ঘটনায় গুরুতর অবস্থায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজাহার আলী আছরের নামাজ পরার জন্য নিজ বাসা থেকে পার্শ্ববর্তী মসজিদে যাবার সময় আশোকাঠী প্রশিকা অফিসের সামনে একটি মাইক্রোবাস ধাক্কা দিয়ে পালিয়ে গেলে তিনি গুরুতর আহত হন। রোববার রাষ্টীয় মর্যাদায় বাদ জোহর মরহুমের নামাজা শেষে গ্রামের বাড়ি গৌরনদী উপজেলার হরিসেনা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।