রাজু ফকির,স্টাফ রিপোর্টার//৭ বছর আগের কথা ২০১১ সালে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে প্রথমবারের মত বাংলাদেশে এসেছিলেন বার্সেলোনা ও আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।দীর্ঘদিন পরে আবারো বাংলাদেশ সফরে আসছেন এই সুপারস্টার। তবে এবার খেলতে নয়।
আসলে মেসি ইউনিসেফের অ্যাম্বাসেডর। সেই সুবাদে কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থী শিবির মাত্র ৪ ঘন্টার জন্য পর্যবেক্ষন করবেন মেসি। কিছুদিন আগে এই রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করে গিয়েছেন ঢালিউড ও হলিউডের নায়িকা প্রিয়াংকা।
মেসির আসার নির্ধারিত তারিখ এখনো সঠিকভাবে জানা যায়নি তবে ধারনা করা হচ্ছে চলতি মাসের ২২ জুলাই তিনি বাংলার মাটিতে দ্বিতীয়বারের মতো পা রাখবেন।