মুক্তিযোদ্ধা আবুল কালাম মিয়ার রাষ্ট্রীয় দাফন

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
আগৈলঝাড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মিয়া (৭০) বার্ধক্যজনিত কারণে অসুস্থ থেকে শুক্রবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন।
শনিবার সকাল সাড়ে নয়টায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালার নেতৃত্বে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান শেষে উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। তাঁর মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়বান কমিটির আহ্বায়ক, মুজিব বাহিনীর দক্ষিণাঞ্চলীয় প্রধান আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।