আগৈলঝাড়ায় দুই সন্তানের জননী হত্যা মামলায় আরও একজন গ্রেফতার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় দুই সন্তারে জননী হত্যা মামলায় আরও এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) খোন্দকার মো. আবুল খায়ের জানান, ২০১৭ সালের ২৫জুন উপজেলার কোদালধোয়া গ্রামের বিজয় ওঝার স্ত্রী ও দুই কন্যা সন্তানের জননী সীমা ওঝা (৩৫) এর লাশ পাট ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ।
ওই ঘটনায় গত ১১জুন প্রাপ্ত পোস্টমর্টেম রিপোর্টে চিকিৎসক গৃহবধূর মাথায় আঘাত জনিত কারণে মৃত্যুর কারণ উল্লেখ করায় সুরতহাল রিপোর্ট তৈরী করা এসআই মোশারফ হোসেন বাদী হয়ে হত্যা, হত্যায় সহায়তা করা ও লাশ গুমের অভিযোগে অজ্ঞাতনামাদের আমাসী করে ১২জুন মামলা দায়ের করেন, নং-৮(১২.৬.১৮)। ওই মামলায় অভিযান চালিয়ে নিহতের স্বামী সন্দেহভাজন বিজয় ওঝাকে ৮জুন গ্রেফতার করে পুলিশ। আদালতের নির্দেশে গ্রেফতারকৃত বিজয়কে পুলিশ তিন দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞঝাসাবাদের দ্বিতীয় দিনে নিজ স্ত্রী হত্যা দায় স্বীকার করে বিজয়। ওই মামলায় বিজয়কে ৯জুলাই আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারকের কাছে বিজয় ওঝা স্ত্রী হত্যায় নিজের দায় স্বীকার করে অন্যন্যদের সহযোগীতা নেয়ার কথা জনায়। অভিযুক্ত বিজয় ওঝার আদালতে দেয়া স্বীকারোক্তি অনুযায়ি লাশ গুমের অভিযোগে ওই মামলায় বিজয় ওঝার পাশ্ববর্তি বাড়ির খগেন্দ্র নাথ মিস্ত্রীর ছেলে শংকর মিস্ত্রী (৪৮)কে গতকাল শনিবার বিকেলে বাকাল গ্রাম থেকে তিনি সঙ্গীয় এসআইদের নিয়ে গ্রেফতার করেন।