গৌরনদীতে সমকালের সুহিুদ সমাবেসের সংগঠনিক সম্পাদকের ইন্তেকাল

সঞ্জয় কুমার পাল,গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার সমকালের সুহিুদ সমাবেশের সংগঠনিক সম্পাদক ও পলীø প্রানিসম্পদ চিকিৎসক মোঃ কাইয়ূম রাঢ়ী (৩৪) কিডনী ও লিভার জনিত নানা জটিল রোগে আক্রান্ত হয়ে দির্ঘ দিন চিকিৎসা শেসে গতকাল শনিবার দিবাগত রাতে ২টার দিকে ঢাকা অরিয়ন জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি স্ত্রী ১ মেয়ে, মা,ভাই,বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল রবিবার বাদ যোহর উজিরপুর উত্তর মোরাকাটি গ্রামে নিজ বাড়িতে জানাজা শেষে মরহুমার লাশ তাদের পারিবারিক গোরস্থানে পিতার পাসে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি ও সমকালের গৌরনদী প্রতিনিধি খোন্দকার মনিরুজ্জামান মনির, বাটাজোর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়নের আ’লীগের সভাপতি আব্দুল রব হাওলাদার, গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ আহছান উল্লাহ, সাবেক সহসভাপতি বিশ্বজিত সরকার বিপ্লব, সাবেক সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল, সাধারন সম্পাদক এম অলম, সমকালের সুহিুদ সমাবেশের গৌরনদী উপজেলার সভাপতি সাংবাদিক অমিন মোল্লা প্রমুখ। নেতৃবৃন্দগন মরহুমার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেন।