স্বরূপকাঠিতে আওয়ামীলীগের মাদক সন্ত্রাস ও দূর্নীতি বিরোধী জনসভা

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মাদক, সন্ত্রাস ও দূর্নীতি বিরোধী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে সদর ইউনিয়নের পূর্ব জগন্নাথকাঠি জিন্নাত হাজী বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ওই জনসভায় আওয়ামীলীগ নেতারা বলেন বর্তমান সরকার দেশকে মাদক, সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত করার জন্য অভিযান চালাচ্ছে। সকলের সর্বাত্মক সহযোগীতার মাধ্যমে সরকারের এ অভিযানকে সফল করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মান করতে হবে। আওয়ামীলীগে কোন সন্ত্রাসী, মাদক ব্যাবসায়ী বা দূর্নীতিবাজদের ঠাই হবে না। উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও নৌকায় ভোট চান বক্তারা। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মাহবুবুল আলম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যড. আব্দুল হাকিম হাওলাদার, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. হাবিবুর রহমান মালেক, সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলম, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, জেলা আওয়ামীলীগ নেতা শাহজাহান খান তালুকদার, সরদার মতিউর রহমান, মো. জিয়াউল আহসান গাজী, এ্যড. মোস্তফা কামাল, শেখ মো. ফিরোজ, গৌতম নারায়ন চৌধুরী সৈয়দ শহিদ উল আহসান, চাঁন মিয়া মাঝি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহিদ হোসেন, সোহরাওয়ার্দি কলেজের ভিপি বায়জিদ আহসান, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রনী দত্ত ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ প্রমুখ। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান মো. আল আমিন পারভেজ । অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজভী ভুইয়া। সভায় আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মি অংশগ্রহন করে।