কুলাউড়ায় বন্যা দুর্গতদের ফ্রী মেডিকেল ক্যাম্প

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি//
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে বন্যা দুর্গত মানুষদের জন্য উপজেলা প্রশাসনের অায়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ৭ জুলাই শনিবার সকাল সাড়ে ১১টায় হাজীপুর ইউনিয়ন কমপ্লেক্সে এনজিও, হেল্থ, মুসলিম এইড, খ্রিস্টান মিশনারী ও কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স এর সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ সংসদ সদস্য অাব্দুল মতিন এমপি।
ডা. সুলতান অাহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো: গোলাম রাব্বী, কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইসও ডা.নুরুল হক, হাজীপুর ইউপি চেয়ারম্যান অাব্দুল বাছিত বাচ্ছু, ওয়াফ কর্মকর্তা অাব্দুল মালিক, নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সভাপতি রেজাউর রহমান চৌধুরী, অাওয়ামীলীগের হাজীপুর ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক ওয়াদুদ বক্স ও জমসেদ অালীসহ সকল ইউপি সদস্য সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান অাব্দুল বাছিত বাচ্ছু ফ্রী মেডিকেল সত্যতা নিশ্চিত করে বলেন, ধারাবাহিক ভাবে দীনব্যাপী রোগি দেখা হবে।
উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো. গোলাম রাব্বী বলেন, সকাল থেকে শুরু হওয়া ফ্রী মেডিকেল ক্যাম্পে রোগি দেখা বিকাল ৫টা পর্যন্ত ধারাবাহিক ভাবে চলবে।