সোনালীর পাশে বলিউড

সবুজ বাংলা ডেস্ক//
বলিউডের একসময়ের সাড়া জাগানো নায়িকা সোনালী বেন্দ্রে হাইগ্রেড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়ার্কে চিকিৎসা নিচ্ছেন ৪৩ বছর বয়সী এই তারকা। হঠাৎ তাঁর ক্যান্সারে আক্রান্ত হবার খবরে হতবিহব্বল হয়ে পড়ে বলিউডবাসী।
ছোট বড় সব তারকাই সোনালীর জন্য শুভ কামনা জানিয়েছেন।
টুইট করে অনিল কাপুর লেখেন- ‘তুমি একজন প্রকৃত যোদ্ধা, চিরকাল তাই ছিলে! অনেক ভালোবাসা পাঠালাম, আমরা তোমার পাশেই আছি সোনালী বেন্দ্রে। খুব তাড়াতাড়ি তোমাকে সুস্থ এবং ভালো দেখতে চাই।’
করণ জোহার লেখেন- ‘গডস্পীড, ভালোবাসা এবং শক্তি একজন প্রকৃত যোদ্ধা এবং ভালো মনের মানুষের জন্য।’
সোনম লেখেন, ‘অনেক ভালোবাসা, সোনালী।’
অন্যদিকে শিল্পা লেখেন, ‘ভরসা রাখো। তোমার জন্য অনেক পসিটিভিটি এবং প্রার্থনা পাঠালাম। তুমি দ্রুত সুস্থ হয়ে উঠবে।
এছাড়া সোনম কাপুর, মনীষ মালহোত্রা, বিপাশা বসু, দিয়া মির্জা ইনস্টাগ্রামে সোনালী বেন্দ্রের পোস্টে তার আরোগ্য কামনা করেছেন।
উল্লেখ্য, চলচ্চিত্র নির্মাতা গোল্ডী বেহলের স্ত্রী সোনলী বেন্দ্রে। এই দম্পতির ১৩ বছরের সন্তান রণবীর। অভিনেত্রী ‘সরফরোশ’, ‘মেজর সাব’, ‘ডুপ্লিকেট’, ‘হাম সাথ সাথ হ্যায়’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন।
শাহরুখ খানের ‘কাল হো না হো’ সিনেমায় বিশেষ চরিত্রে তাকে দেখা গেছে