মেক্সিকোতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২৫

মো: মাসুম বিল্লাহ//
মেক্সিকোর তালতেপেক শহরে একটি আতশবাজি প্রস্তুত কারখানায় সিরিজ বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত ও আরো ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে এএফপি’র খবরে বলা হয়েছে।
জানা যায়, দেশটির রাজধানী মেক্সিকো সিটির প্রায় ৪০ কিলোমিটার উত্তরে তালতেপেক শহরের লা সসার এলাকায় একটি আতশবাজি প্রস্তুত কারখানায় কয়েক দফা বিস্ফোরণে হতাহতের ঘটনাটি ঘটে। এর আগে মাত্র এক ঘণ্টার মধ্যে অন্তত ৩ টি বিস্ফোরণের ঘটনায় ৭ বছরের একটি শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিষয়ক কো-অরডিনেটর লুইস ফেলিপে পুয়েন্তে জানান, প্রথম বিস্ফোরণের ঘটনায় জরুরি নিরাপত্তা বাহিনী ও দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে যাওয়ায় পরের বিস্ফোরণগুলোতে তাদের সদস্যরাও নিহত হয়েছে।