কোয়ার্টার ফাইনালে আজ মাঠে নামছে যেসব দল

রাজু ফকির,স্টাফ রিপোর্টার//
রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আজ মাঠে নামছে নেইমারের ব্রাজিল। এজন্য ফুটবল মাঠের বাইরে বেশ উচ্ছ্বাস ও উত্তেজনা চলছে। ফেভারিট দলগুলোর মধ্যে এখনও ব্রাজিল টিকে রয়েছে মাঠে।
আজ অবশ্য টিকে থাকার লড়াই একটু বেশিই হবে, কারণ সেমিফাইনাল নিশ্চত করতে হবে হাড্ডাহাড্ডি লাড়াইয়ের মাধ্যমে। এজন্য খেলার মাঠে নজর একটু বেশিই থাকবে ফুটবলপ্রেমীদের।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় নোভগোরদে উরুগুয়ের বিপক্ষে লড়াই করবে ফ্রান্স। অন্যদিকে দিনের শেষ খেলায় রাত ১২টায় কাজানে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে বেলজিয়াম।
খেলাগুলো সরাসরি দেখানো হবে বিটিভি, মাছরাঙা ও নাগরিক টিভিতে। বাংলাদেশের চ্যানেলগুলো ছাড়াও ভারতের সনি টেন ১ ও ২ এবং রাশিয়ার আইটিভি’তে দেখানো হবে।
প্রসঙ্গত, গত ১৪ জুন রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় এবারের বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট। এবারে মোট ৩২টি দল অংশ নিয়েছে। আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। আজ শুক্রবার ও আগামীকার শনিবার কোয়াটার ফাইনালের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর আগামী ১০ ও ১১ জুলাই সেমিফাইনালের দুটি ম্যাচ এবং ১৪ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।