স্বরূপকাঠিতে হাসিনা বেগম ট্রাষ্টের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি প্রদান

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে হাসিনা বেগম শিক্ষা সহায়তা ট্রাষ্টের পক্ষ থেকে শাইনং স্টার কিন্ডার গার্টেনে মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি (নগদ অর্থ) প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কিন্ডার গার্টেন মিলনায়তনে স্বরূপকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ওই বৃত্তি তুলে দেন। কিন্ডার গার্টেনের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন আব্দুর রহমান কলেজের াধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, কিন্ডার গার্টেনের পরিচালনা পর্ষদের সহ সভাপতি মো. জাকির হোসেন, অভিবাবক বিমল কৃষ্ণ বৈরাগী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মো. শাহ আলম বাহাদুর। অনুষ্ঠানে ২৫ জন শিক্ষার্থীদের ওই বৃত্তি প্রদান করা হয়।