সৌদি আরবে বাস দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

মো: দিদার হোসেন,সৌদি প্রতিনিধি॥
সৌদিতে বাস উল্টে ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় ৭ জনের প্রাণহানি ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয়রা জানায়, সকালে একটি মিনিবাসে একই কর্মস্থলে যাচ্ছিলেন বাংলাদেশি শ্রমিকরা। এ সময় বাসের চাকা বিস্ফোরণ হয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। ফলে ঘটনাস্থলেই ৭ বাংলাদেশি নিহত হন।
জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) আমিনুল ইসলাম বলেন, আমরাও সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। হাসপাতালে আমাদের লোক পাঠানো হয়েছে। রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ঘটনার খোঁজ-খবর নেয়া হচ্ছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে