স্বরূপকাঠিতে ভ্রাম্যমান আদালতের জেল জরিমানা

0
(0)

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও ২ টি ইট ভাটা থেকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। দন্ডপ্রাপ্তদের বৃহস্পতিবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গত বুধবার বিকেলে ওই আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. কাওছার হোসেন। জানাগেছে,ওইদিন বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক মো. কাওছার হোসেন উপজেলার সুটিয়াকাঠি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ করাতকল স্থাপনের দায়ে সালেক ও মিরাজকে ২ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও উত্তর কৌরিখাড়া এলাকায় পাবলিক প্লেসে মুরগীর ফার্ম স্থাপন করে জন ভোগান্তি ও স্বাস্থ্য ঝুকি সৃষ্টির দায়ে মো. নাজমুলকে ১০ দিনের বিনাশ্রম কারদন্ড এবং ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রন আইন লংঘন করে নদীর চর ও কৃষি জমি কেটে ইট প্রস্তুতের দায়ে এসবিএফ ও মর্ডান ব্রিকসকে ৫০ হাজার করে এক লক্ষ টাকা জরিমানা করেন। এ সময় এএসআই মো. জলিল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.