স্বরূপকাঠিতে নবীন শিক্ষার্থীদের বরণ করল উপজেলা ছাত্রলীগ

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ করল উপজেলা ছাত্রলীগ। এ উপলক্ষে কলেজ মিলনায়তনে উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান শিমুলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার বক্তব্যে উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শ্যামল দত্ত বলেন প্রাচিনতম ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এদেশে ভাষা আন্দোলন, ছয়দফা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও সৈরাচার বিরোধী আন্দোলন সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্বে দিয়ে এসেছে। ভবিষ্যতেও দেশ গঠনে সকল আন্দোলন সংগ্রাম ও ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্রলীগের সকল নেতাকর্মীকে এগিয়ে আসতে হবে। উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকারিয়া সজিব বলেন ছাত্রলীগের ইতিহাস গৌরব উজ্জলের ইতিহাস বর্তমানে কিছু নামধারী হাইব্রিড ছাত্রলীগ নেতাদের জন্য ছাত্রলীগের বদনাম হচ্ছে। এদেরকে প্রতিহত করে ছাত্রলীগের ঐতিহ্যকে বজায় রাখতে প্রকৃত ছাত্রলীগ নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সভাশেষে ”এসো নবীন দলে দলে ছাত্রলীগের পতাকা তলে” এই স্লোগানে এক র্যালি শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।