শিক্ষার আলো নিয়ে মানুষ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে স্বরূপকাঠিতে নবীন বরণ অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতারা

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে বর্তমান প্রজন্মকে সু-শিক্ষা নিয়ে আলাকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগ নেতারা। আজ বুধবার পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি বি.এম ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতারা ওই কথা বলেন। কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত ওই বরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় কমিটির আইন বিষয়ক সম্পাদক সিনিয়র এ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেন শিক্ষা একটি জাতীর মেরুদন্ড একটি জাতীকে উন্নত হতে হলে তাকে অবশ্যই সু শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সে লক্ষেই কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে পিরোজপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম বলেন বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুর নীতি আদর্শকে জেনে সেটা অনুসরন করতে হবে। অস্ত্র নয় কলমকে হাতিয়ার বানিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মান করতে হবে। কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি,সাবেক সচিব এম শামসুল হকের সভাপতিত্বে বরনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন স্বরূপকাঠি উপজেলা আওয়ামীলীগ সম্পাদক এ্যাডভোকেট এস এম ফুয়াদ,ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহ সম্পাদক এ্যাডভোকেট মো. আহসান তারিক, স্বরূপকাঠির সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম,কলেজ অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম,প্রভাষক মো. শামীমুর রহমান ও শিক্ষার্থী মো. স¤্রাট প্রমুখ। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।