ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যুদাবীর চেক হস্তান্তর ও আলোচনা সভা

কমলগঞ্জ প্রতিনিধি //
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ শ্রীমঙ্গল জোন কর্তৃক মৃত্যুদাবীর চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৪ জুলাই) দুপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স শমশেরনগর সাংগঠনিক অফিসে এ চেক হস্তান্তর করা হয়েছে।
ন্যাশাল লাইফ ইন্স্যুরেন্স এর শ্রীমঙ্গল জোনাল ইনচার্জ বিপ্লব কান্তি সোমের সভাপতিত্বে ও শমশেরনগর সাংগঠনিক অফিসের ইনচার্জ ফখরুল ইসলাম শাকিলের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন্নাছ মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৈনিক ভোরেরডাক কমলগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন, শমশেরনগর বনিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালিক বাবলু, আলমগীর হোসেন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, সিরাজ খা, স্বপ্না আক্তারসহ বিভিন্ন এলাকা থেকে গ্রাহকনগন উপস্থিত ছিলেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর গ্রাহক মরহুম সুমন মিয়ার ননিনীর মা সুনাবান বিবিকে ২ লাখ ৪৩ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।