গৌরনদীর আওয়ামী লীগ নেতা মোটর সাইকেল দুর্ঘটনায় আহত

গৌরনদী প্রতিনিধি//
বরিশাল জেলা পরিষদের সদস্য ও গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীন আওয়ামীলীগ নেতা এইচ. এম রাজু আহাম্মেদ হারুন গতকাল মঙ্গলবার বিকেলে এক মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানাগেছে, প্রবীন ওই আওয়ামীলীগ নেতা বরিশাল সিটি নির্বাচনকে ঘীরে তাদের দলীয় কর্মসূচীতে অংশগ্রহন শেষে গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে বরিশাল শহর থেকে একটি মোটর সাইকেলে যোগে গৌরনদীর উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তাকে বহনকারী মোটর সাইকেলটি বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার নতুন হাট এলাকা অতিক্রমকালে মহাড়ক পারাপাড়ের জন্য দৌড়ে আসা এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনাকবলিত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসকগন জানান, তার হাত ও পা ও মুখমন্ডলের বেশ কয়েক যায়গায় ক্ষত হয়েছে। তবে কোথাও ভাঙ্গেনি। প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিয়ে ওইদিন বিকেলে তিনি বাসায় ফিরে গেছেন।