গৌরনদীতে শ্রমিক লীগ নেতার ইন্তেকাল

গৌরনদী প্রতিনিধি//
বরিশালের গৌরনদী পৌরসভার ৯ নং ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি ও উপজেলার হাপানিয়া গ্রামের বাসিন্ধা মোঃ আব্দুল মজিদ খান (৭৫) সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার আশোকাঠী বাসস্ট্যান্ড থেকে একটি রিকসা যোগে উপজেলার হরিসোনা গ্রামের আলাউদ্দিন ফকিরের বাড়িতে যাচ্ছিলেন। তাকে বহনকারী রিকসাটি ওই বাড়ির কাছে পৌছলে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রিকসার ওপরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। (ইন্নালিল্লাহি…….রাজিউন)। তিনি স্ত্রী ২ ছেলে ও ৪ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য আতœীয় স্বজন রেখে গেছেন।মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার কাছেমাবাদ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে মরহুরের লাশ উপজেলার হাপানিয়া গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম রিপন, সাবেক কাউন্সিলর মোঃ নুরুল আলম বাবুল খান, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদ বেপারী, সাধারন সম্পাদক সিকদার সেকান্দার আলী, গৌরনদী পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ মিলন খলিফা প্রমুখ। নেতৃবৃন্দগন মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন।