পাকিস্তানকে হারিয়েছে অস্ট্রেলিয়া

রাজু ফকির,স্টাফ রিপোর্টার//
হারারেতে আজ তারা পাকিস্তানকে হারিয়েছে ৯ উইকেটে।
প্রথমে ছক্কা, পরে চার—এমন তাচ্ছিল্যে শাদাব খানকে মারলেন, অ্যারন ফিঞ্চ যেন বলতে চাইলেন এ আর এমন কী! অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়কের মুখে যতই এমন অভিব্যক্তি ফুটে উঠুক, কদিন আগে সেটির ছিটেফোঁটাও ছিল না। ইংল্যান্ডের কাছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়ে এসেছে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে। সফরের একমাত্র টি-টোয়েন্টিতেও হেরেছিল ২৮ রানে। আজ হারারেতে পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে অবশেষে আত্মবিশ্বাস খুঁজে পেল ইংলিশদের কাছে সব হারানো অস্ট্রেলিয়া।
জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ শুরু করা আজ পাকিস্তানকে কাঁপিয়ে তোলেন দুই অস্ট্রেলীয় পেসার বিলি স্টেনলেক আর অ্যান্ড্রু টাই। স্টেনলেক শুরু করেছিলেন প্রথম ওভারের তৃতীয় বলে মোহাম্মদ হাফিজকে ফিরিয়ে। এক স্পেলেই শেষ করলেন চার ওভার। তাঁর এই ৪ ওভারেই শেষ পাকিস্তানের টপ অর্ডার! ৭ ওভার শেষে পাকিস্তানের রান ৪ উইকেটে ২৬। ৪ উইকেটেই স্টেনলেকের। পাকিস্তানি ব্যাটসম্যানদের কাছে স্টেনলেক কতটা রুদ্রমূর্তি হয়ে উঠেছিলেন, বোলিং বিশ্লেষণটা দেখলে বুঝবেন: ৪-০-৮-৪!
টপ অর্ডারের অসহায় আত্মসমর্পণের পর যা একটু লড়াইয়ের ছাপ শাদাব-ফাহিম আশরাফের মধ্যে দেখা গেল। দুজনের সপ্তম উইকেট জুটিতে যোগ করা ৩১ রান পাকিস্তানকে ১০০ পার করতে সাহায্য করেছে। শুরু করেছিলেন স্টেনলেক, শেষ করলেন টাই। শাদাব খান যখন দলকে ভদ্রস্থ স্কোর এনে দেওয়ার চেষ্টায়, ২০তম ওভারে বাকি ৩ উইকেট তুলে টাই মুড়ে দিলেন পাকিস্তানকে।
ব্যক্তিগত ১৫ রানে ওপেনার শর্ট ফিরলেও ১১৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে কোনো অসুবিধা হয়নি অস্ট্রেলিয়ার। ফিঞ্চ-হেডের অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে যোগ করা ৪৫ বলে ৮২ রান এনে দিয়েছে অস্ট্রেলিয়ার বড় জয়। এই ৮২ রানের ৫০ ফিঞ্চের। অস্ট্রেলীয় টি-টোয়েন্টি অধিনায়ক অপরাজিত ৬৮ রানে। হেড উইকেটে ছিলেন ২০ রান করে।