বাংলাদেশের দল ঘোষণা বুধবার

রাজু ফকির,স্টাফ রিপোর্টার//
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর সময় ঘনিয়ে আসছে।আগামী ৪ জুলাই শুরু হবে প্রথম টেস্ট। ৮ জুলাই প্রথম টেস্ট শেষে ১২ জুলাই দ্বিতীয় ও শেষ টেস্ট। তারপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ভিতরে ভিতরে ওয়ানডে দল গড়ার কাজও শুরু হয়ে গেছে। সবার অগোচরে, নীরবে-নিভৃতে শনিবার দুপুরে বিসিবিতে সেই ওয়ানডে স্কোয়াড নিয়েই এক প্রস্থ বৈঠকে বসেছিলেন নির্বাচকরা।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন হ্যাঁ আমরা বসেছিলাম। ১৫ জনের ওয়ানডে দল সাজানোর কাজ শুরু হয়ে গেছে। সব কিছু ঠিক থাকলে হয়তো আজ রোববারই বোর্ডে খেলোয়াড় তালিকা জমা দিয়ে দিব।’
একটা বিষয় মোটামুটি নিশ্চিত, নির্বাচকরা যেদিনই দল চূড়ান্ত করে বোর্ডে জমা দেন না কেন, তা ৪ জুলাইয়ের আগে ঘোষণার কোনই সম্ভাবনা নেই। কারণ যার অনুমোদন ছাড়া দল ঘোষণা হয় না, সেই বিসিবি প্রধান আইসিসির সভায় যোগ দিতে দেশের বাইরে অবস্থান করছেন। তার সাথে সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজনও আছেন। আর নির্বাচকরা দল সাজানোর পর যার হাত হয়ে খেলোয়াড় তালিকা বোর্ড প্রধানের হাতে যায়, সেই ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানও পারিবারিক কারণে দেশের বাইরে।
দল নিয়ে প্রধান নির্বাচক সরাসরি কোন কথা না বললেও তিনি একটি বিষয় নিশ্চিত করেছেন, তা হলো দলে কোন নতুন মুখ নেই।