কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পিরোজপুরের কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পিরষদ চত্বর থেকে এক মাদক বিরোধী র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর। উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান পল্টন, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ খান খোকন, আওয়ামীলীগ নেতা প্রভাষক সুনীল কুন্ডু, উপজেলা আমরা মাদকের বিরোধী শক্তি সভাপতি মো. আব্দুল লতিফ খসরু ও সাধারণ সম্পাদক শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ প্রমুখ।