কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৬০ পরিবারকে নগদ টাকা বিতরণ

কমলগঞ্জ মৌলভীবাজার,প্রতিনিধি//
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে বন্যা ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারকে নগদ ৫শ’ ও এক হাজার টাকা করে বিতরণ করছেন আমেরিকা প্রবাসী এ আর নোমান কতৃর্ক ব্যাক্তি উদ্যোগে এ অনুদান প্রদান করা হয়েছে। সোমবার (২৫ জুন) দুপুরে হাজীপুর আজিজুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে নগদ টাকা বিতরণ করা হয়।
নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজেরে গর্ভনিংকমিটির সভাপতি রেজাইর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক জয়নাল আবেদীন এর পরিচালনায় উপস্থিত ছিলেন, নগদ অর্থ দাতা এ আর নোমান, বাংলাদেশ আওয়ামীলীগ হাজীপুর ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক ওয়াদুদ বক্স, সাবেক ইউপি সদস্য নুর আহমদ চৌধুরী বুলবুল, মাহমুদুর রহমান ফটিক, ডা. মঈন উদ্দীন আহমসদ, মোফাজ্জল হোসেন কুতুব, ফজলুর হক, শওকত আলী, সাইফুল আলম প্রমুখ।
এ আর নোমান জানান। অনুষ্ঠানে বন্যায় ঘরবাড়ী ক্ষতিগ্রস্ত ৬০পরিবারের মাঝে নগদ ৫ ও ১ হাজার টাকা করে বিতরন হয়েছে।