গাজীপুরে শান্তিপূর্ণ নির্বাচন হোক এটা সরকার আশা করে-আসাদুজ্জামান খাঁন কামাল

0
(0)

ঢাকা প্রতিনিধি॥
গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হোক সরকার এটাই আশা ও বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোববার সকালে জেলার সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে আয়োজিত ‘মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ’ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনে ভোটাররা যাকে খুশি তাকে ভোট দেবে। এতে সরকারের কোনো পরামর্শ নেই। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন ভূমিকা রাখবে। এ সময় তিনি আগামী জাতীয় নির্বাচনে আনসার বাহিনীর সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন বলেও জানান।
অনুষ্ঠানে স্ব-স্ব ক্ষেত্রে তিনজন চৌকস প্রশক্ষণার্থীকে আশাব্যঞ্জক ফলাফলের জন্য পুরস্কৃত করা হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল অ্যাডজুট্যান্ট, সহকারী সার্কেল অ্যাডজুট্যান্ট, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পদে নবনিযুক্ত ১৯১ জনের ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.