কমলগঞ্জে ছাত্রী হত্যাকারীর শাস্তি দাবিতে মানবন্ধন

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীর হত্যাকারীকে শাস্তির দাবিতে মানববন্ধন। গতকাল রোববার (১৩ আগষ্ট) দুপুরে ইসলামপুর ইউনিয়নের সহ¯্রাধিক গ্রামবাসী মানববন্ধন করে। পরে মৌলভীবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি প্রদান করেন। ইসলামপুর ইউনিয়নের ইউপি সদস্য মৃনাল কান্তি সিংহ ও আব্দুল খালিকের নেতৃত্বে সহ¯্রাধিক গ্রামবাসী প্রথমে উপজেলা প্রশাসন চত্তরের মানববন্ধন করে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা সদরে অবস্থায় করায় পরবর্তীতে গ্রামবাসীরা ২১ কি:মি: দূরে মৌলভীবাজার জেলা সদরে গিয়ে জেলা প্রশাসক তোফায়েল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল-এর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্মারক লিপি প্রদান করেন। বিকাল সাড়ে চারটায় গ্রামবাসীরা কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।