বিধ্বস্ত কোস্টারিকা ব্রাজিলের কাছে

রাজু ফকির,স্টাফ রিপোর্টার//
অবশেষে জয় পেলেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যেন মান রক্ষা হলো ফেভারিটের তালিকায় থাকা দলটির। খেলার অতিরিক্ত মূহুর্তে ফিলিপের গোলে ১-০তে এগিয়ে যায় ব্রাজিল। এরপর সুপারস্টার নেইমার বল জাল জড়িয়ে দেন আরেকটি।
রাশিয়া বিশ্বকাপে সেন্ট পিটার্সবাগে কোস্টারিকার বিপক্ষে ০-২ গোল নিয়ে জয়লাভ করে নেইমার বাহিনী। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ‘ই’ গ্রুপ থেকে মুখোমুখি হয় ব্রাজিল-কোস্টারিকা।
তবে প্রথমার্ধে বেশ দাপট দেখিয়ে খেললেও বল জালে প্রবেশ করাতে পারেনি ব্রাজিল। প্রথমার্ধে বেশ দাপট দেখিয়েই খেলেছে তবে বিপক্ষের জালে বল প্রবেশ করাতে পারেনি তারা।
গত ১৪ জুন রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় রাশিয়া বিশ্বকাপ। এবারের টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নিচ্ছে। আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হবে ৩০ জুন। কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ হবে ৬ ও ৭ জুলাই। গত বিশ্বকাপ আসরে শিরোপা ঘরে তুলেছিল জার্মানি। আর রানার্স আপ হয়েছিল আর্জেন্টিনা।