বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি//
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত আড়াই শতাধিক লোকদের মাঝে নগদ টাকা বিতরণ করেছে কুলাউড়া সমিতি দুবাই ও আমিরাত। সোমবার বিকাল সাড়ে ৫টা হাজীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন ও রাত ৮টায় পীরেরবাজার ইউপি সদস্য রাজা মিয়ার দোকান ঘরে আনুষ্ঠানিকভাবে এ নগদ টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আ,স,ম কামরুল ইসলাম।
কুলাউড়া সমিতি দুবাই ও আমিরাতের সতস্য ইলিয়াছ আমীর আলীর পরিচালনায় উপস্থিত ছিলেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ এর এলাকা পরিচালক ও উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, দৈনিক ভোরেরডাক কমলগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য গুলজার আহমদ, ইউপি সদস্য মো. রাজা মিয়া, আব্দুল আজিদ, শিক্ষক সাহিদ আলী, শিক্ষক হোসেন আলী, মাহাদিয়া ইলিয়াছ ঐশি ও আবু সাদাদ। অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত আড়াই শতাধিক লোকের মাঝে নগদ ৫০ হাজার টাকা বিতরন করা হয়েছে।