স্বরূপকাঠিতে ঘুর্নীঝড়ে দুই গ্রাম লন্ডভন্ড

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে ঈদের দিন ঘুর্নীঝড়ে দুটি গ্রাম লন্ডভন্ড হয়েগেছে। শনিবার দুপুরে উপজেলা জলাবাড়ী ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘুর্নিঝড়ে ১২ ঘর সম্পূর্ন ৩ টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গোটা উপজেলায় দুপুর থেকে মধ্য রাত পর্যন্ত একাধারে জোর হাওয়া ও বজ্রসহ বৃষ্টি পাত হয়েছে। কামারকাঠি মোল্ল¬াবাড়ী এলাকার বিদ্যুৎ লাইন ছিন্নবিন্ন হয়ে গেছে। ঝড়ে উপজেলার বেশিরভাগ এলাকার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ওইসব এলাকায় এখনো বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি বলে বিদ্যুৎ অফিস সূত্রে জানাগেছে। রোববার সকালে পৌর শহরের পাশ গ্রাম কামারকাঠি ঘুরে দেখা যায় এসব চিত্র। এলাকার সমাজ সেবক শাহজাহানকে নিয়ে ওই এলাকায় গেলে চলাচলের রাস্তা গাছ পড়ে বন্ধ হয়ে গেছে। সকাল থেকেই রাস্তা পরিস্কার করার কাজে নেমে পড়েন এলাকাবাসী। ওই এলাকার ১ নং ওয়ার্ডের আব্দুল মালেক, কবির শেখ, আছিয়া বেগম, সৈয়দ আলী, আব্দুল মজিদ, মনির হোসেন, জাহারুল, দেলোয়ার হোসেন, ছালেক শেখ, মোশারফ মাষ্টার,আনোয়ার হোসেন এবং মোল্ল¬ারহাট বায়তুল মামুর জামে মসজিদ। ২ নং ওয়ার্ডের সামসুল হক, মো. নাসিরের ঘরে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।