আগৈলঝাড়ায় প্রতারনা করে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

আগৈলঝাড়া প্রতিনিধি//
বরিশালের আগৈলঝাড়ায় এক যুবককে বিদেশ নেয়ার কথা বলে প্রতারণা করে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে এক আদম বেপারীর বিরুদ্ধে। পাওনা টাকা ফেরত চাওয়ায় আদম বেপারীর হামলায় আহত হয়েছে ৫ জন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, গত বুধবার উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের হেনজিল বাহাদুরের ছেলে ইসমাইল বাহাদুর (৩০) এর কাছ থেকে একই এলাকার রাজে আলী বাহাদুরের ছেলে আদম বেপারী এন্তাজ বাহাদুর গত এক বছর পূর্বে কাতার নেয়ার কথা বলে ৫ লক্ষ টাকা ও তার পাসপোর্ট নেয়। কিন্তু দিনের পর দিন মাসের পর মাস যেতে থাকলেও ইসমাইলকে বিভিন্ন তালবাহান করে ঘুরাতে থাকে আদম বেপারী এন্তাজ বাহাদুর। গত তিন মাস পূর্বে এন্তাজ বাহাদুর কাতার থেকে বাড়ি আসলে ইসমাইল বাহাদুর ও তার পরিবার তার কাছে টাকা ফেরতের জন্য চাপ প্রয়োগ করে। এঘটনাকে কেন্দ্র করে গত বুধবার রাতে পরিকল্পিত ভাবে ইসমাইল বাহাদুরের বাড়ির সামনে বসে আদম বেপারী এন্তাজ বাহাদুরের নেতৃত্বে আবু সাইদ, কামাল বাহাদুর ও শিল্পী বেগম ধারলো দা ও লাঠি নিয়ে হামলা চালিয়ে ইসমাইল বাহাদুর, তার ভাই মেকাইল বাহাদুর, পিতা হেনজিল বাহাদুর, রাশিদা বেগম ও রুমা বেগমকে মারধর করে গুরুতর আহত করে। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এঘটনায় অইদিন রাতেই হেনজিল বাহাদুর বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। আগৈলঝাড়া থানা পুলিশের এসআই শাহানুর ঘটনাস্থল পরিদর্শন করেন।