গৌরনদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা রিকসা ভ্যান আরোহী নিহত

গৌরনদী প্রতিনিধি//
বরিশাল-ঢাকা মহাসড়কে বরিশালের গৌরনদী উপজেলা সদরের মদিনা মসজিদ সংলগ্ন স্থানে গতকাল রোববার সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাসুদেব অধিকারী (২৬) নামের রিকসাভ্যান আরোহী এক ব্যাক্তি নিহত ও হিরো বিশ্বাস(২৩) নামের এক রিকসা ভ্যান চালক গুরুতর আহত হয়েছে। আহত ভ্যান চালককে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানা সূত্রে জানাগেছে, গতকাল রোববার সকাল সোয়া ৯টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলা সদরের মদিনা মসজিদ সংলগ্ন স্থানে বিপররীত দিক থেকে আসা মেঘনা পেট্রোলিয়ামের ঢাকা মেট্রো-ঢ ৪৪-০৪৭৭ নম্বরের একটি তেলবাহী লড়ি’র ধাক্কায় একটি রিকসা ভ্যান বিধ্বস্ত হয়ে ভ্যানের যাত্রী বাসুদেব অধিকারী ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় ভ্যানটির চালক হিরো অধিকারী গুরুতর আহত হন। বে-পরোয়া গতিতে ছুটে চলা লড়িটির চালক নিয়ন্ত্রন হারালে ভয়বহ এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে গৌরনদী গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকগন তখন ভ্যানের যাত্রী বাসুদেব অধিকারী(২৬)কে মৃত ঘোষণা করেন। নিহত ভানের যাত্রী বাসুদেব অধিকারীর বাড়ি পার্শ্ববর্তি আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া গ্রামে। তিনি পেশায় একজন রং মিস্ত্রী। সে ওই গ্রামের নিমাই অধিকারীর ছেলে। আহত ভ্যান চালক হিরো বিশ্বাসের বাড়িও একই গ্রামে। তার পিতার নাম মৃত হরেন বিশ্বাস। রং কেনার উদ্দেশ্যে বাসুদেব অধিকারী হিরো বিশ্বাসকে নিয়ে তার রিকসা ভ্যান যোগে গৌরনদীর টরকী বন্দরে যাচ্ছিল। পথিমধ্যে দুর্ঘটনায পতিত হয়ে সে প্রান হারায়। লড়িটির ধাক্কায় তাকে বহনকারী রিকসা ভ্যানটি ভেঙ্গেচুড়ে বিধ্বস্ত হয়েছে। পুলিশ ঘাতক লড়িটিকে আটক করেছে। তবে লড়িটির চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। নিহত বাসুদেব অধিকারীর ভগ্নিপতি নিখিল বাড়ৈ বাদি হয়ে লড়িটির অজ্ঞাতনামা চালক ও হেলপারকে আসামী করে এ ঘটনায় গতকাল রোববার দুপুরে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।