বাংলাদেশের নতুন কোচ স্টিভ রোডস

মিতু গাইন স্টাফ রিপোর্টার//
র্দীঘ আট মাস অপেক্ষার পর জাতীয় ক্রিকেট দলের হেড কোচ পেল বাংলাদেশ। গত বছর অক্টোবরে চন্ডিকা হাথুরুসিংহে পদত্যাগপত্র জমা দেয়ার পর ক্রিকেট দুনিয়ায় হন্যে হয়ে কোচ খুঁজেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে বিসিবির সেই চেষ্টায় সফলতা মিলেছে। টেস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ দলের দশম হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন স্টিভ রোডস।
বৃহস্পতিবার ৫৪ বছর বয়সী এই ইংলিশকে কোচ নিয়োগ দেয়ার চূড়ান্ত ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। রোডসের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।
আগামী ২০ জুনই বাংলাদেশ দলের দায়িত্ব নিবেন রোডস। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ওই দিনই শুরু হতে পারে সাকিব-তামিমদের অনুশীলন ক্যাম্প। আর ক্যারিবিয়ানেই হবে বাংলাদেশের হয়ে ইংলিশ এই কোচের প্রথম মিশন।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘স্টিভ রোডসই বাংলাদেশ দলের নতুন কোচ। তিনি দুই বছরের জন্য বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সময়ের জন্য তার সাথে চুক্তি হয়েছে।
জাতীয় দলের হয়ে রোডসের এটাই প্রথম দায়িত্ব। ইংল্যান্ডের হয়ে ১১ টেস্ট, নয়টি ওয়ানডে খেলা এই সাবেক উইকেটকিপার প্রায় ২০ বছর ইংলিশ কাউন্টিতে খেলেছেন। ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত কাউন্টি ক্লাব উস্টারশায়ারের কোচ ও ডিরেক্টরের দায়িত্বে ছিলেন তিনি।
বৃহস্পতিবার সকালে ঢাকায় এসে দুপুরে বিসিবি কর্তাদের সঙ্গে মিটিং করেছেন রোডস। আজ আবার ইংল্যান্ডে ফিরে যাবেন তিনি। বাংলাদেশের কোচ হতে পেরে গর্বিত বাম্পি খ্যাত এই সাবেক ইংলিশ ক্রিকেটার। তিনি বলেন, ‘প্রথমত আমি শুধু সবাইকে বলতে চাই, আমি কতটা গর্বিত বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হয়ে। অসাধারণ একটা ক্রিকেট জাতি।