গৌরনদী প্রেসক্লাবের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান

আবদুল্লাহ আল নোমান//
বরিশালের গৌরনদী উপজেলার দীর্ঘ ৩৭বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, গৌরনদী প্রেসক্লাবে উদ্যোগে বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ওইদিন সন্ধ্যা পৌনে ৬টায় অনুষ্ঠিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র ও গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন হাওলাদার, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোসলেম উদ্দিন সিকদার, গৌরনদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দিন, গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ আতিয়ার রহমান, গৌরনদী পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন খান, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শরীফ মেজবাহ উদ্দিন ফিরোজ, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ কামরুল ইসলাম দিলিপ, আওয়ামীলীগ নেতা মোঃ মকবুল সরকার, গৌরনদী বাসষ্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি অহিদুল হক খান, বাসষ্ট্যান্ড সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আবুল কালাম সরদার, টিএন্ডটি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সরদার মনিরুজ্জামান।
বক্তব্য রাখেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আহছান উল্লাহ, প্রেসক্লাবের সহ-সভাপতি এইচ,এম নাসির উদ্দিন, সাবেক সহ-সভাপতি বিশ্বজিত সরকার বিল্পব, সাধারন সম্পাদক এম, আলম, সাবেক সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল, এস,এম জুলফিকার, সহ-সাধারন সম্পাদক উত্তম কুমার দাস, সাবেক সহ- সাধারন সম্পাদক নারগিস সুলতানা, কোষাধ্যক্ষ আমিন মোল্লা, দপ্তর সম্পাদক আমিনা আকতার সোমা, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান দীপ, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন সুজন, সাধারন সম্পাদক শরীফ নাহিয়ান হোসেন রাতুল, গৌরনদী পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ মিলন খলিফা সাধারন সম্পাদক প্রিন্স রোনাল্ড বেপারী প্রমুখ।