স্বরূপকাঠিতে চাঁদাবাজির অভিযোগে কলেজ ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে এক ব্যাবসায়ীর কাছ থেকে চাঁদাদাবী এবং তাকে পিটিয়ে আহত করার অভিযোগে শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি সংগীত আশ্চর্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে সংগীতকে পিরোজপুর কোর্টে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে আটঘর কুড়িয়ানা ইউনিয়নের আমড়া ব্যাবসায়ী শংকর হালদার বলেন ছাত্রলীগ নেতা সংগীতের নেতৃত্বে ওই এলাকার সবুজ ও তাপষ সহ তাদের সংগীয়রা তার কাছ থেকে বিভিন্ন সময় চাঁদা দাবী করে আসছিল। তিনি তাতে অপারগতা প্রকাশ করলে বুধবার সন্ধ্যায় আদমকাঠী বাজার এলাকায় বসে তার উপর হামলা চালায় চাঁদা দাবীকারীরা। হামলার এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা সেখান থেকে চলে যায়। পরে পরিবারের লোকজন সেখান থেকে শংকরকে উদ্ধার করে প্রথমে হাসপাতালে এবং পরে থানায় নিয়ে আসে। চাঁদা দাবীকারী সকলেই আটঘর কুড়িয়ানা ইউনিয়নের চেয়ারম্যান শেখর সিকদারের লোক এবং এরা এর পূর্বেও ওই এলাকার প্রবীন আওয়ামীলীগ নেতা দেবেন হালদারকেও পিটিয়ে আহত করেছেল বলে তিনি জানান। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা নেছারাবাদ থানার এস আই মো. ওয়াহিদুজ্জামান জানান, রাতে শংকর বাদী হয়ে একটি চাঁদাবাজির মামলা দায়ের করলে তার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে কুড়িয়ানা বাজার থেকে সংগীতকে গ্রেফতার করে। মামলার অন্য আসামীদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।