মৌলভীবাজারে বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সড়কে বাসের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছেন। এ ঘটনায় বাসের চালককে আটক করেছে পুলিশ। ১৩ আগষ্ট রবিাবার সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে জগন্নাথপুর এলাকায় দুর্ঘটনা ঘটে।
জানাযায়, রাজনগর উপজেলার মহলাল গ্রামের আছর আলীর ছেলে নিহত তালেব আলী (৫৫) সকালে মৌলভীবাজার থেকে ছেড়ে আসা ঢাকা গামী হানিফ পরিবহন বাস পথচারী তালেবকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। এব্যাপারে মৌলভীবাজারমেডেল থানার ওসি মো: সোহেল আহম্মদ জানান, বাস ও চালক আব্দুল মালেক (৪৮)কে শ্রীমঙ্গলে আটক করা হয়েছে।