রাজধানীতে ৭২ মাদক ব্যবসায়ী আটক

মাইফ আহসান জেমো ঢাকা প্রতিনিধি॥
রাজধানীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ৭২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তবে প্রাথমিকভাবে আটকদের নাম-পরিচয় বিস্তারিত জানাতে পারেননি র্যাব।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, তাদের কাছ থেকে ৫ হাজার ৯৪৭ পিস ইয়াবা, ৮০৭ পুরিয়া হেরোইন, গাঁজা, ফেন্সিডিল, মদ ও ইনজেকশন পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা করা হয়েছে।