গৌরনদীর আশোকাঠী বাসষ্ট্যান্ডের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মধ্যে ক্ষতিপূরণের চেক প্রদান

গৌরনদী প্রতিনিধি//
সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের অধীন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর এর ওয়েস্টার্ণ বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট এর আওতায় জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পের পুনর্বাসন পরিকল্পনা বাস্তবায়নের জন্য গতকাল মঙ্গলবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী বাসষ্টান্ডের ক্ষতিগ্রস্থ দোকান মালিক ও ব্যবসায়ীদের মধ্যে ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে প্রকল্পের পূর্নবাসন পরিকল্পনা বাস্তবায়নে নিয়োজিত বে-সরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান খ্রীষ্টান কমিশন ফর ডেভলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)’র আয়োজনে গতকাল দুপুর ১২টায় গৌরনদী পৌরসভা মিলনায়তনে ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষতি পুরণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ দোকান মালিক ও ব্যবসায়ীদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করেন গৌরনদী পৌরসভার মেয়র ও গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের প্রকল্প ব্যবস্থাপক মোঃ জাকির আলম, সিসিডিবি’র এরিয়া ম্যানেজার হোসাইন মামুন, গৌরনদী পৌরসভার সচিব মোঃ শফিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী রাহাত আলম প্রমুখ।
অনুষ্ঠানে ওই বাসষ্ট্যান্ডের সর্বমোট ৩৩ জন ক্ষতিগ্রস্থ দোকান মালিক ও ব্যবসায়িকে মোট ২২ লক্ষ ৬১ হাজার, ৩শ ৮১টাকা ৫১ পয়সা’র ক্ষতিপুরণের চেক প্রদান করা হয়।
উল্লেখ্য, মহাসড়ক প্রসস্তকরনের লক্ষে জাইকার অর্থায়নে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী বাসষ্ট্যান্ডে গৌরনদী-ধামুড়া খালের ওপর সরকার একটি ব্রিজ নির্মানের উদ্যোগ নিলে ব্যবসায়ীদের দোকান পাট উচ্ছেদের শিকার হয়। ফলে প্রকল্পের অর্থায়নে সরকার ক্ষতিগ্রস্থ্যদের ক্ষতিপুরনে এ সহয়তা প্রদান করে।