মঠবাড়িয়ায় স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের মঠবাড়িয়ায় দুলাল মোল্লা (১১) নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল রোববার দিনগত সন্ধ্যা রাতে মঠবাড়িয়া পৌর এলাকার ৩নং ওয়ার্ডের দক্ষিণ মিঠাখালী গ্রামের নিজ বাসার বারান্দা থেকে পুলিশ ওই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহত দুলাল উপজেলার ওই গ্রামের অটোচালক বেল্লাল হোসেন মোল্লার বড় ছেলে ও টিকিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্র। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মাজহারুল আমীন (বিপিএম) জানান, লাশ উদ্ধার করে আজ সোমবার ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই মৃত্যুর রহস্য জানা যাবে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।