নাজিরপুরে ব্যাবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের নাজিরপুর উপজেলার দক্ষিন লেবু ঝিলবুনিয়া এলাকায় ৪ জনের বিরুদ্ধে কুপিয়ে টাকা ছিনতাই করার অভিযোগ করেছেন মো. নজরুল ইসলাম (৫০) নামের এক নার্সারী ব্যাবসায়ী। হাসপাতালের বেডে চিকিৎসাধীন লেবু ঝিলবুনিয়া এলাকার ওই ব্যাবসায়ী জানান, রোববার দিবাগত রাত আনুমানিক ১০ টার দিকে তিনি তার পাওনাদার সাইফুলকে ১০ হাজার টাকা দেয়ার জন্য ওই এলাকার ব্রিজ সংলগ্ন কুদ্দুসের চায়ের দোকানে গিয়ে সাইফুলের জন্য অপেক্ষা করতে থাকেন। কিছু সময় পরে ওই এলাকার মৃত সাইজউদ্দিনের ছেলে মো. মাহবুব তার ভাইয়ের ছেলে নাঈম, ফিরোজ ও সাজ্জাত এসে নজরুলকে দোকান থেকে বের হতে বলে। নজরুল দোকান থেকে বের না হলে ছিনতাইকারীরা তাকে জোরপূর্বক টেনেহেচড়ে দোকান থেকে বের করে ধারালো অস্ত্র দিকে তাকে এলাপাথাড়িভাবে কুপিয়ে ও টর্চ লাইট দিয়ে পিটিয়ে আহত করে তার সাথে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই ছিনতাইকারীরা সকলেই এলাকার চিহ্নিত মাদকসেবী বলে জানায় ব্যাবসায়ী নজরুল।