সালমান খানকে পেটাতে পুরস্কার ঘোষণা হিন্দুত্ববাদী পরিষদের

সবুজ বাংলা ডেস্ক//
বলিউড অভিনেতা সালমান খানকে পেটালে ২ লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা করেছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। সালমান খানের প্রযোজনা সংস্থার নতুন ছবি ‘লাভরাত্রি’। ছবির নাম হিন্দুদের প্রধান উৎসব ‘নবরাত্রি’ শব্দটি বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
অভিরাজ মিনাওয়ালের পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন সালমান খানের ভগ্নিপতি অর্থাৎ বোন অর্পিতা খান শর্মার স্বামী আয়ূষ শর্মা। আয়ূষের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন ওয়ারিনা হুসেন।
বিশ্ব হিন্দু পরিষদের বক্তব্যে বলা হয়, লাভরাত্রি নামটি হিন্দুদের প্রধান উৎসব ‘নবরাত্রি’ শব্দটি বিকৃত করা হয়েছে। যা হিন্দু ভাবাবেগে আঘাত লাগবে। বিশ্ব হিন্দু পরিষদের পাশাপাশি ‘লাভরাত্রি’র বিরোধিতায় নেমেছে হিন্দু হাই এজ নামে আরো একটি হিন্দুত্ববাদী সংগঠন। ইতোমধ্যে ছবিটির বিরোধিতায় হিন্দু হাই এজের আগ্রা শাখার প্রধান গোবিন্দ পরাশরসহ অন্যান্য সদস্যরা সিনেমার পোস্টার পুড়িয়েছেন। গোবিন্দ পরাশরের কথায় ছবির নামটি লক্ষ লক্ষ হিন্দুর ভাবাবেগে আঘাত করবে। তাই সেন্সর বোর্ডের উচিৎ সিনেমাটি নিষিদ্ধ করা। পাশাপাশি সালমানকে প্রকাশ্যে পেটানোর জন্য ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে ‘লাভরাত্রি’ ছবিটির পোস্টার। যেখানে আয়ূষ শর্মাকে দেখা যাচ্ছে স্কুটি চালাতে। তার পিছনে বসে রয়েছেন ছবির নায়িকা ওয়ারিনা হুসেন। ছবিটি গুজরাটের পটভূমি নিয়ে নির্মিত হয়েছে। এখানে আয়ুষ একজন গুজরাটি তরুণের ভূমিকায় আর ওয়ারিনাকে একজন ব্যালে ডান্সের নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাবে। যাদের পরিচয় হবে নবরাত্রি উৎসবে।