বাংলাদেশ এবং আফগানিস্তান সিরিজ শুরু হচ্ছে আজ

রাজু ফকির স্টাফ রিপোর্টার//
আফগান সিরিজ শুরু হচ্ছে আজ। মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং আফগানিস্তান। ভারতের দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
তবে দলে থাকছেন না কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। সম্প্রতি শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ইনজুরির কারণে বাংলাদেশ শিবিরের বাইরে থাকতে হয়েছে তাকে। এদিকে দলীয় অভিজ্ঞতায় বাংলাদেশ এগিয়ে থাকলেও র‌্যাংকিং এ এই সিরিজে ফেভারিট আফগানরাই। আর এজন্যই সিরিজটা সাকিব বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ বলা যায়।
তাছাড়া ফেভারিটের তকমার পাশাপাশি বাংলাদেশকে প্রস্তুতি ম্যাচে হারানোর আত্মবিশ্বাসটাও অর্জন করেছে আফগান বাহিনী। র‌্যাংকিং আর সম্মানের কথা বিবেচনায় রেখেই মাঠে নামতে হবে টাইগারদের।
অন্যদিকে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়া নিদাহাস ট্রফি থেকে প্রাপ্ত আত্মবিশ্বাসই বড় শক্তি বাংলাদেশ দলের। সবকিছু মিলিয়ে নিজেদের সেরাটাই দিতে চাইবে বাংলাদেশ।
আফগানদের বিপক্ষে এই সিরিজে টি-টোয়েন্টি ফরম্যাটে মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ এবং ৫ ও ৭ জুন ভারতের ওই একই স্টেডিয়ামে একই সময়ে ম্যাচগুলো শুরু হবে। সিরিজ শেষে ৮ জুন দেশের উদ্দেশে দেরাদুন ত্যাগ করবেন টাইগারা। এই সিরিজে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন কোর্টনি ওয়ালশ।