পাকিস্তানে নিষিদ্ধ হলো কারিনা-সোনমের ছবি

সবুজ বাংলা ডেস্ক//
অশ্লীল দৃশ্য ও অমার্জিত সংলাপ ব্যবহারের অভিযোগে পাকিস্তানে নিষিদ্ধি হলো কারিনা কাপুর ও সোনম কাপুর অভিনীত বলিউড ছবি ‘বীরে ডি ওয়েডিং’। দেশটির সেন্সর বোর্ড এ নিষেধাজ্ঞা জারি করে।
ছবিটি চার নারীর জীবনের গল্প নিয়ে নির্মিত। ছবিটি পরিচালনা করেছেন শশাঙ্ক ঘোষ ও প্রযোজনা করেছেন সোনমের বোন রিয়া কাপুর। এতে অভিনয় করছেন চার অভিনেত্রী কারিনা, সোনম, সারা ভাস্কর ও শিখা তালসানিয়া।
পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সেন্সরস’র (সিবিএফসি) চেয়ারম্যান দন্যাল জিলানী বলেন,‘বীরে ডি ওয়েডিং’ ছবিটি সিবিএফসি’র সকল সদস্যের সম্মতিক্রমে প্রদর্শনের জন্য ছাড়পত্র প্রদান করা হয়নি। ১৯৮০ সালের ফিল্ম সেন্সর আইন অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মঙ্গলবার রাতে পাকিস্তানের সেন্সর বোর্ডে ছবিটি প্রদর্শিত হয়। এরপর বোর্ড পাকিস্তানে এর মুক্তিতে নিষেধাজ্ঞা দেয়। শুক্রবার ভারতে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।