স্বরূপকাঠির মুক্তিযোদ্ধা হাফেজ মাহবুবের লাশ রাষ্ট্রিয় মর্যাদায় দাফন

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
১৯৭৫ সালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করে দীর্ঘ দিন কারাবরনকারী পিরোজপুরের স্বরূপকাঠির বীর মুক্তিযোদ্ধা হাফেজ মাহবুবুর রহমানের লাশ (৬৮) পূর্ন রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শনিবার সকালে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রথম নামাজে জানাযা, ছারছীনা দরবার শরিফে যোহরবাদ দ্বিতীয় জানাযা হয়। পরে মাগুরা আকনবাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে পূর্ন রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়। এসময় রাষ্ট্রের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন, এসআই মোতাহার হোসেন সহ পুলিশ ফোর্স ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এসময় মরহুমের কর্মময় জীবনীর উপর সংক্ষিপ্ত আলোচনা করে বক্তব্য রাখেন, সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলম, ছারছীনা দরবার শরীফের মেঝ হুজুর শাহ মো. মোস্তাকিম বিল্লাহ ও মরহুমের ভাই মো. মাহফুজুর রহমান। পরে সেখানে তৃতীয় জানাযা শেষে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়। শুক্রবার বিকেলে ঢাকার সোহরাওয়ার্দি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ২ মেয়ে সহ অসংখ গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পিরোজপুর-২ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাহিদ হোসেন, ছারছীনার বড় হুজুর শাহ মো. সাইফুল্লাহ সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হামিদ, সম্পাদক এস এম ফুয়াদ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মো. মহিবুল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।