স্বরূপকাঠির বলদিয়ায় এক মাদকসেবীতে অতিষ্ট এলাকাবাসী

পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের মাদকাসক্ত ছেলে মো. কালাম ওরফে কালুর কারনে অতিষ্ট হয়ে পড়েছে ওই এলাকার লোকজন। কালুর হাত থেকে রেহাই পেতে এলাকাবাসী প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য স্বরূপকাঠির ইউএনও বরাবরে অভিযোগ দিয়েছেন। কালুর নির্যাতনের শিকার ওই এলাকার বাসিন্দা মো. চাঁন মিয়া বলেন, কালু গত কয়েক বছর ধরে মাদক সেবন করে আসছে পাশাপাশি এলাকার উঠতি কিশোর ও যুবকদেরকে মাদক সেবনে আসক্ত করে তাদের কাছে মাদকদ্রব্য বিক্রি করে। মাদকের টাকা যোগাড় করতে গিয়ে কালু তার মোটর সাইকেলটি পর্যন্ত বিক্রি করে দিয়েছে। এর পর থেকে সে মাদকের টাকার জন্য বিভিন্ন সময় এলাকার বিভিন্ন ঘর থেকে জিনিশপত্র চুরি করে নিয়ে যায়। কিছুদিন পূর্বে তার ছেলে রিপনের মোটর সাইকেলটিও কালু চুরি করে নিয়ে যায়। পরে পুলিশের সহায়তায় সেটি উদ্ধার করা হয়। এ ছাড়াও কালু নেশাগ্রস্থ হয়ে নারীদেরকে উত্যক্ত করার অভিযোগও করেন তিনি। কালুর নির্যাতনের শিকার ওই এলাকার আর এক বাসিন্দা মো. আব্দুল জব্বার জানান, কালু মাদকের জন্য তার কাছে টাকা চায়। টাকা না দিলে কালু তার মেয়েকে স্কুলে যাওয়া আশার পথে নানাভাবে উত্যক্ত করে এবং অপহরনের হুমকি দেয়। জব্বার এর প্রতিবাদ করলে কালু তাকে এলোপাথাড়িভাবে পিটিয়ে মারাত্মক আহত করে। খবর পেয়ে ওই এলাকার ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম ঘটনাস্থলে গেলে কালু তাকেও মারধর করে। এছাড়াও কালুর দ্বারা ওই এলাকার বাসিন্দা রাবেয়া, কাজল, আল আমিন, হৃদয়, রেশমা. বাবুল, হারুন অর রশিদ, মনির ও রাসেলসহ বহু লোকজন নির্যাতনে শিকার হয়েছেন। ইউএনও আবু সাঈদ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য অভিযোগটি থানায় প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে পিরোজপুরের সিনিয়র সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ-কাউখালী সার্কেল) কাজী শাহনেওয়াজ বলেন, মাদকের সাথে যেই জড়িত হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।